1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল করায় ৫ নেতাকর্মী রিমান্ডে পরস্ত্রীর ঘরে গভীর রাতে ইউপি সদস্য, আটকে বিয়ে দিল স্থানীয়রা মিরপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই পোশাকশ্রমিক গুলিবিদ্ধ বদলে গেলো ছয় সরকারি মেডিক্যাল কলেজের নাম আশুলিয়ায় লাশ পোড়ানোর ‘মাস্টারমাইন্ড’ ওসি সায়েদ গ্রেপ্তার শেরপুরে ছাত্র আন্দোলনে মাহবুব হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মুসলিম শব্দটি বাদ দেয়া হয় যেভাবে শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২য় ধাপে খাদ্যসামগ্রী বিতরণ শরণখোলায় খুলনা-বেনাপোল-যশোরগামী পরিবহন চালুর দাবিতে মানববন্ধন ১৪১৬ ইউপি চেয়ারম্যান পলাতক, বসছে প্রশাসক

বান্দরবানে মৃত ও আহত সরকারি কর্মচারীদের পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

বান্দরবান : বান্দরবানে বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ ও গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষম কর্মকর্তা কর্মচারী পরিবারের সদস্যদের পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫শে অক্টোবর) দুপুরে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে কুলসুম এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।

এ সময় চকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী বান্দরবান প্রধান ডাকঘরের কম্পিউটার অপারেটারে অনুশ্রী দাশের পরিবারকে ৮ লক্ষ টাকা, বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের বাগান মালি মোঃ রোস্তম আলীর পরিবারকে ৪ লক্ষ টাকা, গণপূর্ত বিভাগের ফেরো প্রিন্টার মোঃ সোলাইমানের পরিবারকে ৮ লক্ষ টাকা, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স রুমা কার্যালয়ের সাব অফিসার মোঃ মোজাম্মেল হকের পরিবারকে ৮ লক্ষ টাকা এবং আরো একজনের পরিবারকে ৪ লক্ষ টাকাসহ ৫ জনের পরিবারের মাঝে ৩২ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, এই চেক কিছুটা হলেও অসহায় পরিবারের অনেক কাজে আসবে। পরিবারে ভরণ-পোষণ পাশাপাশি সন্তানদের পড়াশুনাসহ অন্যান্য কাজে ব্যয় করতে পারে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোঃ রায়হান কাজেমি, স্থানীয় সরকার উপ-পরিচালক এস এম মনজুরুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা, অনুদানের চেক গ্রহিতা পরিবারের সদস্য বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com